শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদ ও জেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল হতে ভাণ্ডারিয়া উপজেলার ৪৪টি শারদীয় দুর্গাপূজা মন্দিরে ও ২৮ জগদ্ধাত্রী পূজাসহ মোট ৭২টি পূজা মন্ডপে জেলা পরিষদের ১ হাজার টাকার চেক এবং চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ৫হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় ভাণ্ডারিয়া উপজেলা সদরের কেন্দ্রীয় পূজা মন্ডপের জন্য জেলা পরিষদের ১০ হাজার টাকা এবং চেয়াম্যানের ব্যক্তি তহবিল থেকে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন। পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচান সভায় বক্তৃতা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম, ভান্ডারিয়া থানা কর্মকর্তা ইনচার্জ এস.এম. মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি কিরন চন্দ্র বসু প্রমুখ।