জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় এইড’র সিজিবিভি প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে এইড মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কর্মকর্তা খোন্দকার শরীফা আক্তার, এইড’র কর্মকর্তা আবদুল আলিম, তন্ময় কুমার কুন্ডু।
এসময় অংশগ্রহণকারীরা, নারীদের ক্ষমাতায়ন ও বাল্য বিবাহ, পারিবারিক নির্যাতন ও যৌতুক, ধর্ষণ, যৌন হয়রানিসহ যে কোন সহিংসতার বিরুদ্ধে কাজ করার আশ্বাস প্রদাণ করেন।