মুন্সীগঞ্জ জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর থেকে তাহমিনা (২৭) নামে এক গৃহবধু এক সন্তানসহ গত দুইদিন যাবৎ নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার সন্ধা ৬টায় মুক্তারপুরস্থ পান্না সিনেমা হলের সামনে থেকে ঐ গৃহবধূ নিখোজ হন।
তাহমিনার বাবা মুন্সীগঞ্জের পূর্ব সর্দারপাড়া গ্রামের আজিজুল সর্দার জানান,৭ বছর আগে তার মেয়ে তাহমিনার সঙ্গে মুক্তারপুরের আ: হাইয়ের পুত্র সজলের বিয়ে হয়। সজল-তাহমিনা দম্পতির আদিবা(৬) এবং আতিকা(৫) নামে দুটি শিশু কন্যা সন্তান রয়েছে। তিনি আরো জানান মঙ্গলবার বিকেলে তাহমিনা ছোট কন্যা আতিবা,স্বামীসহ মুক্তারপুর শ্বশুরবাড়ীর উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে স্বামী সজলকে অটোরিকশায় রেখে কেনাকাটার উছিলায় নেমে তাহমিনা সন্তানসহ পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর বাবা মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। এদিকে অপর কন্যা আদিবা মায়ের অভাবে দিনরাত কান্নাকাটি করছেন এছাড়া অপরাপর আত্মীয়-পরিজনরা চরম দুশ্চিন্তায় সময় পাড় করছেন।