জমির ফসল কাটা নিয়ে বিরোধের জের ধরে বুধবার দুপুরে মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে দুই পক্ষের সংর্ঘষে মহিলাসহ ৯ জন গুরুতর আহত হয়েছে।
আহতদেরকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এর মধ্যে গুরুতর অবস্থায় মুছা করিম (৪৫) ও আবদুল খালেক (৭০) নামে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, কয়েক মাস আগে ক্ষেতের পটল কাটা নিয়ে আবদুল খালেকের সঙ্গে প্রতিবেশি জহুরুলদের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বুধবার দুপুর ১২টার দিকে দুই পক্ষ দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত হলেন- আবদুল খালেক (৭০), তার ছেলে মুছা করিম (৪৫), ইউনুচ আলী (৪০) মেয়ে রাবিয়া খাতুন (২২) এবং অপর পক্ষের সোহাগ (২৫), হাফিজুর রহমান (৩৫), জাহিদুল ইসলাম (২৫), জহুরুল ইসলাম (৩০), নাসির উদ্দীন (৪৫) ও বাবুল আক্তার (৩০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আকবার নেওয়াজ জানান, আবদুল খালেক ও তার ছেলে মুছা করিমের অবস্থা খুব খারাপ। সেই কারণে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।