জাতীয় সেনিটেশন মাস অক্টোবর ২০২০ এবং ১৫ অক্টোবর বিশ্ব হাতধূয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের হল রুমে এক জুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদী জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরদার সামসুল ইসলামের সভাপতিত্বে জুমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন নরসিংদী সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কবিরুল ইসলাম খান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নরসিংদী কমল কুমার ঘোষ। এই জুম সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সংযুক্ত হন।
এ দিবসটি উপলক্ষে শ্লোগান ছিল সকলের হাত সুরক্ষিত থাক।