“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনামুক্ত জীবন গড়ি” প্রতিপদ্যকে সামনে রেখে মোল্লাহাটে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াস ও জেজেএস ক্রেইন এর সহযোগিতায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় এক র্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে হাত ধোয়ার মধ্যদিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, অধ্যক্ষ এল জাকির হোসেন, ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, জেজেএস ক্রেইন প্রকল্প কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সহসভাপতি শরীফ মাসুদুল করিম ও প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ব্র্যাক ওয়াস প্রকল্পের মোঃ আঃ আল মামুন ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মোঃ ইদ্রিস আলী প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মহিদুল কবির।