সারা দেশে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রংপুরের পীরগাছা উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার কান্দি বাজার, কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণী বাজার, পীরগাছা বাজারের কলেজ গেট, তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ বাজার, ইটাকুমারী ইউনিয়নের কালিগঞ্জ বাজার, অন্নদানগর ইউনিয়নের সাতদরগাহ বাজার, ছাওলা ইউনিয়নের পাওটানাহাট বাজারে একযোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের সাবেক সহ-সভাপতি শাহেদ কামাল পাটোয়ারী, রংপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম ডালেজ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ ফরহাদ হোসেন অনু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জুয়েল হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি খন্দকার সাইফুল্লাহ সজিব, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, যুবদল নেতা রোমান, আল আমিন, ছাত্রদল নেতা মিলন, জনি প্রমুখ।