বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি ও হেয়ারিং এইড বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেলিম রেজা, থানার কর্মকর্তা ইনচার্জ মনসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে আবদুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী এবং প্রেসক্লাবের সভাপতি আঃ হালিম সাবু।