অগ্নিকান্ডে স্বরুপকাঠির বিসিক শিল্প নগরীর শারমিন রোপ শিল্প ফ্যাক্টরী পুড়ে ছাই হয়ে গেছে। পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার মিয়ার হাট বন্দরের কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে গতকাল রাত ১০টা ৩০মিনিটে শাহ আলম সুতার ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
স্বরুপকাঠী দমকল ষ্টেশন কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান শেখ জানান, বুধবার রাতে কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ১১টায় সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেই, এবং নেছারাবাদ থানার ইনচার্জ আবিদ আহম্মেদসহ পুলিশ কর্মকতারাও আগুন নিভানোর কাজে অংশ নেয়। রাত প্রায় সাড়ে ১২টা অর্থাৎ দু ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হওয়ার আগেই ফ্যাক্টরীতে থাকা কোটি টাকার মালা-মাল পুড়ে ছাই হয়ে যায়। তবে ধারণা কারা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে এখনো এটা নিশ্চিত নয়। শারমিন রোপ ফ্যাক্টরীর ম্যানেজার মোঃ তোতা মিয়া জানান, এ ফ্যাক্টরীতে পাটজাত,নায়লন, প্লাষ্টিকসহ বিভিন্ন ধরণের তৈরি রশি দেশের চাহিদা পুরন করে কাতার, মালায়শিয়া নেপাল, ভারত, চিনসহ বিশ্বের প্রায় ৯টি দেশে রপ্তানী করা হত। অগ্নিকাণ্ডে সোয়া কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ম্যানেজার মোঃ তোতা মিয়া জানান।