রংপুরের পীরগঞ্জে সাম্প্রতিক সময়ের বন্যায় রোপা আমন ও রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন প্রায় ১০ সহস্রাধিক কৃষক। সংশ্ল্ষ্টি সুত্র ও ক্ষতিগ্রস্থ র্কষকদের সাথে কথা বলে জানা গেছে, অনেক কৃষকের ফসল উৎপাদনের ব্যায় নির্বাহের সামর্থ না থাকলেও বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে তারা জমিতে রোপা আমন ও রবি ফসল উৎপাদন করেছিল। কিন্তু আকস্মিক বন্যায় ফসলের ক্ষতিতে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। কি ভাবে তারা মহাজনের ও এজিওর ঋণ পরিশোধ করবেন ? উপজেলার সানেরহাটের কৃষক আজাদুল,সাইফুল, টুকুরিয়ার টিওরমারী গ্রামের আলম মিয়া,আব্দুস সোবহান,বিছনা গ্রামের মতিয়ার,শাহজহাহান আলী,চতরা কুমারপুর গ্রামের কৃষক আবদুস সালাম, রেজাউল, চন্ডিদুয়ারের জাহাঙ্গীর, চৈত্রকোল ইউনিয়নের জলাইডাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিন, জামাল মিয়াসহ ক’জন কৃষকের মতে তাদের প্রত্যেকের ৩/৪ বিঘা করে রোপা আমন ধান এখনও পানির নীতে তলিয়ে আছে। বিনষ্ট হয়ে গেছে পুরো ক্ষেত। একই অবস্থা পেঁয়াজ, বেগুন, পটল ও কপি ফসলের ক্ষেত্রেও। প্রবল বর্ষন ও জমি পানিতে নিমর্জিত হওয়ার কারণে পুরো রবি ফসলই বিনষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতি পীরগঞ্জের কাবিলপুর, চতরা, টুকুরিয়া, মদনখালী, পাঁচগাছি, বড়দরগাহ সহ ৯ টা ইউনিয়নের প্রায় ১০ সহস্রাধিক কৃষকের। এদিকে পীরগঞ্জ উপজেলা কৃষি বিভাগের দেয়া তথ্যমতে বন্যায় ১ হাজার ৯’শ ৫০ হেক্টর জমির রোপা আমন ও ৩’শ হেক্টর জমির সব্জী সম্পুর্নরুপে বিনষ্ট হয়েছে। এতে কৃষকের ক্ষতির পরিমান প্রায় ১৮ কোটি টাকা। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সাদেকুজ্জামান এর সঙ্গে কথা হলে তিনি বন্যায় বিনষ্ট আমন ক্ষেত গুলোতে সরিষা চাষের পরামর্শ দিয়ে বলেন, কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য কোন সহায়তা আসলে দ্রতই তা ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরন করা হবে।