নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতন এবং দ্রব্যমূল্য উর্ধগতির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পাটি- জাগপার আলোচনা ও কর্মী সভায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে রংপুর নগরীতে জাগপার অস্থায়ী কার্যালয়ে কর্মী সভায় জাগপার প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা শাখার সভাপতি খন্দকার আবিদুর রহমান সভাপতিত্বে ও রংপুর মহানগর জাগপা সভাপতি নুর আলম পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। উপস্থিত ছিলেন জেলা জাগপার সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান স্যান্ডো, মহানগর শাখার সাধারণ সম্পাদক আবদুল মজিদ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, সদস্য মিন্টু মিয়া, এনামুল হক, রাজু মিয়া, সহ সভাপতি আনোয়ার হোসেন, রংপুর সদর উপজেলার সভাপতি আকবর হোসেন প্রমুখ। বক্তারা বলেন সারাদেশে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে সেই সাথে অপরাধ ও বেড়েছে। করোনা ও বন্যায় দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যর দাম উর্ধগতি হওয়ায় দেশের মানুষ হাহাকার করছে। সরকারকে তাই এগিয়ে আসতে হবে।