পিরোজপুরের নাজিরপুরে মৎস্য অফিসের উদ্যোগে ইলিশ ধরার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের নেতৃত্বে ১৪ আক্টোবর বুধবার ভোর হতে দিন ব্যাপী উপজেলার কালিগঙ্গা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। পরে ওই দিন বেলা ৩টার দিকে তা উপজেলা পরিষদের সামনে অগ্নিসংযোগ করা হয। আটককৃত ওই সব কারেন্ট জালের মূল্য আনুমানিক ১৬ লাখ টাকা বলে জানা গেছে।