ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড করায় প্রধান মন্ত্রীকে অভিননন্দন জানিয়ে পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালী ও পথ সভার আয়োজন করা হয়। ১৪ আক্টোবর বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে এ র্যালী উপজেলা পরিষদের গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক মো. আল-আমীন শেখ, মো. নাঈম হাওলাদার প্রমুখ।