ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারী কলেজে এবার শিক্ষক কমনরুমের নির্মানাধীর লিন্টন ভেঙ্গে মাথায় পড়ে এক নির্মান শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম আন্দুল মালেক (৫০) বাড়ী কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা গ্রামে। তিনি ওই গ্রামের কালুশাহ’র ছেলে।
কলেজের অধ্যক্ষ অনুতোষ কুমার জানান, কোটচাঁদপুর সরকারী কলেজের রিপিয়ারিং কাজ ও শিক্ষকের একটি কমনরুমের জন্য ১৫ লাখ টাকা বরাদ্ধ আসে। কাজটি পান কালিগজ্ঞের মেসার্স পিণ্টু টেডার্স। কমন রুমের লিণ্টন ঢালায় হয় গত দুই দিন আগে। অথচ কাউকে না জানিয়ে নির্মাণ শ্রমিক মালেক কাজ করতে যেয়ে জানালার কার্নিসে লাগালো বাঁশ খুলে ফেললে জানালার কার্নিস ও লিণ্টন ভেঙ্গে নির্মাণ শ্রমিক মালেকের মাথায় পড়ে। ফলে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কলেজ শিক্ষকরা স্থানীয় হাসাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সাথে সাথে অন্যত্রে রেফার্ড করলে যশোহর হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
কলেজের এ নির্মাণ কাজটি গুনগত মান নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন কলেজের অধ্যক্ষ অনুতোষ কুমার ঠিকাদার মিলন ও জেলা উপ-সহকার প্রকৌশলী (শিক্ষা) তুহিন হোসেনের সাথে গোপন চুক্তির মাধ্যমে এটি নির্মিন করছেন। যে কারণে ভেঙ্গে পড়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দেখা গেছে ওই বিল্ডিং-এ লিণ্টনের সাথে পিলারের কোন বান্ধন নাই। আলগা লিণ্টন ওয়ালের উপর ঢালাই দেয়া হয়েছে। অথচ এখানে নিহতের ঘটনায় অধ্যক্ষ, ঠিকাদার বা উপ-সহকার প্রকৌশলী কেউ দায়িত্ব নিতে চান না। একে অপরকে দোষারোপ করছেন।
উপ-সহকার প্রকৌশলী তুহিন বলছেন ঢালাই দেয়ার সময় তাকে কেউ জানায়নি। অধ্যক্ষ অনুতোষ কুমার বলছেন, এটা দেখার দায়িত্ব আমার নয়। অথচ অধ্যক্ষ অনুতোষ কুমারের অফিস লাগোয়া এই নির্মাণ কাজটি হচ্ছে। তার এ সকল কাজ বুঝ করে নেয়ার কথা। অথচ তিনিই বলছেন এটা আমার দায়িত্ব নয়। যে কারণে এলাকাবাসী সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখেছেন তাহলে কাজ বুঝ করে নেয়ার দায়িত্ব কার ?
বিষয়টি নিয়ে ঠিকাদার মিলনের সাথে কথা বললে তিনি জানান- উপ-সহকারী প্রকৌশলী তুহিন সাহেব যে ভাবে আমাদের বলেছেন আমি সেই ভাবে কাজ করে যাচ্ছি। তিনিই বলেছেন লিণ্টনের কোন বান্ধন লাগবে না। এড়া লিণ্টন ঢালাই ওয়ালের উপর দিলেই চলবে।
একের পর এক বর্তমান কলেজের অধ্যক্ষ অনুতোষ কুমারের সময় ঘটছে। যার কারণে এলাকার অভিভাবক মহলসহ সর্ব স্তরের মানুষ তার উপর প্রচ- ক্ষিপ্ত হয়ে উঠেছে। মাত্র ক’দিন আগে তার খামখেয়ালীপনার বিরুদ্ধে ও কলেজের খেলার মাঠ রক্ষায় কলেজের ছাত্র/ ছাত্রী অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি মানুষ মানব বন্ধন করে। তার আগে বিভিন্ন অনিয়মের অভিযোগ দেশের একাধিক পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়।
নিহতের ঘটনায় কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, আমি নিহতের বাসায় নিজেই গিয়েছিলাম। নিহতের পরিবারকে থানায় আসতে বলা হয়েছে।