কচুয়ায় আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তি শৃংখলা পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা ও জি আর চাউল বিতরন অনুষ্ঠান বুধবার সকাল ১১টায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।¡
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহম্মদ, কচুয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু। অনুষ্ঠানে বক্তৃতা করেন পুজাউদযাপন কমিটির সভাপতি এ্যাড. দিলীপ মল্লিক,সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,রাড়ি পাড়া ইউনিয়ন চেয়ারম্যান তাসলিমা বেগম, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান পঙ্কজ কান্তি অধিকারী, গজালিয় ইউনিয়ন চেয়ারম্যান সেখ নসির উদ্দিন, সহ উপজেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ। প্রধান অতিথি আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় মাদক, জুয়া ,ধর্ষনের বিরুদ্ধে জনমত গড়ার লক্ষ্যে আলোচনা করা হয়।সবশেষে উপজেলা প্রতিটি মন্দীরের সভাপতি সম্পাদকের নিকট জি আর এর চাউল ৫০০ কেজি করে মোট ৪২টি মন্দীরে ২১ টন চাউল বিতরন করা হয়।
এই সময় আরও উপস্থিত ছিলেন বিশিস্ট মুক্তিযোদ্ধা,সকল পূজা কমিটির সভাপতি ও সম্পাদক সহ সকল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য বৃন্দ।