সলিডারিটি চরের মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্প দাতা সংস্থা ব্রেড ফর দা ওর্য়াল্ডের সহায়তায় চর রাজিবপুর উপজেলার ১১২ জন সুবিধা ভোগী নারীর মধ্যে সীডমানি বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার বেলা ১১ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকতা নবীরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করে সলিডারিটি। চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ও রাজিবপুর ইউনিয়নের উপকার ভোগী ১১২ জন নারীকে কৃষি ও অকৃষি আয়কর বৃদ্ধিমূলক কর্মকাণ্ড করার জন্য এই অর্থ প্রদান করা হয়। এতে প্রত্যেক নারীকে ৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আকবর হোসেন হিরো। এ ছাড়া উপস্থিত ছিলেন সলিডারিটির নির্বাহী পরিচালক এসএম,হারুন অর রশীদ লাল, সাবেক আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুস সবুর ফারুকী,আওয়ামীলীগ সহ সভাপতি কবি মাষ্টার আবদুল হাই ,ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা আমীন,সলিডারিটি রৌমারী শাখার কর্মকর্তা ফজলুল হক, চিলমারীর বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান হিরো,হায়দার হোসেন,স্বপন কুমার ভদ্র, মোর্শেদ বদরুন্নেছা বীথি,লাভলী রাণী সাহা,ইউসি রাজিবপুর হাসিনা খাতুন ও আহসানুল হক প্রমুখ।