মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসলামি আন্দোলন উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ঢাকাণ্ডমাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় ফুট ওভার ব্রীজ নির্মাণ, সিরাজদিখান বাজার সন্তোষপাড়া মোড় পর্যন্ত যানজট নিরসনে স্থায়ী উদ্যোগ ও সারাদেশে অব্যাহত নারী নির্যাতন বন্ধে নিপীড়ক, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০ টায় ইসলামি আন্দোলন সিরাজদিখান শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হকের নেতৃত্বে উপজেলার মোড় থেকে সন্তোষ পাড়া মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। এর আগে উপজেলা মোড় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিরাজদিখান কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে ও ইসলামি আন্দোলন উপজেলা শাখার সেক্রেটারী মো. এমাদুল হক শাহিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন টঙ্গীবাড়ি শাখার সাংগঠনিক সম্পাদক গাজী মো. জসিম উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ন সম্পাদক মাওলানা মো. হামিদুর রহমান, উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা জাকারিয়া বখতিয়ার, ইসলামি আন্দোলন সিরাজদিখান উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ মো. কবির হোসেন, সহ সভাপতি হাজী মো. রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মো. সৈকত আলী, প্রচার সম্পাদক মো. বিপ্লব হোসাইন জসিম প্রমুখ।