নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে মানব কল্যাণকামী অনাথালয়ের অনাথ শিশুদের আমন্ত্রনে অংশ নিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মাননীয় বিচারপতি ভবানী প্রসাদ সিনহা। সোমবার সন্ধ্যায় শিশুদের সাথে কুশল বিনিময় করেন তিনি।
এ উপলক্ষে ঐদিন সন্ধ্যায় আশ্রমের সভাপতি শ্রী হরেন্দ্র চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে কুশল বিনিময়পুর্ব আলোচনায় অংশ নেন মানব কল্যানকামী অনাথালয়ের প্রধান উপদেস্টা সুপ্রিম কোর্ট এর মাননীয় বিচারপতি ভবানী প্রসাদ সিনহা, নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, সহকারী কমিশনার(ভুমি)রুয়েল সাংমা, পিআইও মো. সাইফুল ইসলাম, অনাথালয়ের সভাপতি সুবল দে, ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল, অনাথ মাতা নিশা দেবী প্রমুখ।
গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় অনাথালয়ের প্রতিষ্ঠাতা হঠাৎ মৃত্যু বরণ করায় খেয়ে না খেয়ে দিন কাটছে অনাথ শিশুদের। এরই প্রেক্ষিতে অনাথ বন্ধুদের ভালোমন্দ খোঁজ নেয়াসহ অনাথদের আমন্ত্রনে অংশ নেন বিচারপতি সিনহা। অনাথালয় পরিদর্শন শেষে উপস্থিত সকলকে যার যার সামর্থ্য আছে তা থেকে এই অনাথ শিশুদের পাশে দাঁড়াতে আহবান জানান।