সিরাজগঞ্জের রায়গঞ্জের অপ্রাপ্ত বয়স্ক নারী উধাও হওয়ার ঘটনার জের ধরে মরিচের গুড়া ছিটিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। গত সোমবার সকাল পনে ৯ টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে আবদুল মজিদের বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রায়গঞ্জ থানা পুলিশ ১জনকে গ্রেফতার করে মঙ্গলবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। জানা এই সংঘর্ষে ৫জন গুরুত্বর আহত হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রায়গঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান ,বেংনাই গ্রামের জনৈক ব্যক্তির অপ্রাপ্ত বয়স্ক নারী প্রেম ঘটিত ব্যাপারে প্রতিবেশি অপ্রাপ্ত এক ছেলের হাত ধরে উধাও হয়। এই ঘটনায় মেয়েটিকে রায়গঞ্জ থানা পুলিশ উদ্ধার করে রাজশাহী শিশু সংশোধনাগারে প্রেরন করে। ছেলেটি বর্তমানে পলাতক রয়েছে। এর জের ধরে গত সোমবার সকাল পনে ৯ টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে মরিচের গুড়া ছিটিয়ে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে শাজাহান আলী গং ও আবদুল মজিদ গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আবদুল মজিদ (৪৫), শহিদুল ইসলাম(৫৫) পিতা- মতিয়ার রহমান,হান্নান সেখ(৪০), পিতাঃ ফরিদ আলী, ছামিদুল ইসলাম(২৪), পিতাঃ শহিদুল ইসলাম,আমিরুল ইসলাম(২২), পিতাঃ আবদুল মজিদ মারাত্বক আহত হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। এ ব্যাপারে হান্নান সেখ বাদী হয়ে ১। শাজাহান আলী (৬২), ২। মোঃ তোফাজ্জল হোসেন(৬৫), উভয় পিতা-মনছের আলী,৩। মোঃ আয়নাল সেখ(৪০), ৪। জয়নাল সেখ(৪৫), মোহাম্মাদ আলী(৩০), মোস্তফা(২২) আশরাফুল ইসলাম সেখ(২৫), সুজন (২২), সেলিম(১৮) মুঞ্জু(২৮), আমিনুল ইসলাম(২৫) নুর আলম(৩০), সুইটি(২৫) ও মুসলিম উদ্দীন এর নামে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মুসলিম উদ্দীনকে আটকের পর মঙ্গলবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।