লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাসিমপুর গ্রামে প্রভাবশালী ব্যক্তি শারিরিক প্রতিবন্ধি মোহাম্মদ উল্যাহ পরিবারসহ গ্রামের ৩০পরিবারের বিরুদ্ধে ৮ বছরে ২৫ টি মামলা দিয়ে হয়রানী করে সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। সৃষ্ট সমস্যা নিরোসন করতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিনের নেতৃত্বে সোমবার বিকেলে চন্ডিপুর ইউপি চেয়ারম্যান,মেম্বারসহ সুশীল সমাজে বৈঠকে বসলে প্রভাবশালী মাওঃ মুনছুর আহমেদ সবাইকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে নিরুদ্দেশ্য হয়ে যায়।
সুত্রে জানায়,রামগঞ্জ পৌর শহরস্থ ডাক বাংলা মসজিদের খতিব মাওঃ মুনছুর আহমেদ পুর্ব মাসিমপুর গ্রামের শারিরিক প্রতিবন্ধি মোহাম্মদ উল্যাহ পরিবার সহ গ্রামের ৩০ পরিবারকে ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২৫টি মামলা দিয়ে হয়রানী করছে। মামলা চলাকালে নানা ভয়ভীতি দেখি এক বিধাব নারীর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে জাল দলিল সৃজন করে, প্রতিবন্ধির পরিবারসহ মামলার আসামীদের সম্পত্তি দখল করে নেয়। আদালতে মিথ্যে মামলা প্রমানিত হলে বিচারক মামলা খারিজ করলে পুনরায় মামলা দায়ের করে। গ্রামের আব্দুল হাই,ইকবাল হোসেন,জাহাঙ্গীর আলম,চৌধুরী মিয়া সহ কয়েকজন বলেন,মাওঃ মুনছুর আহমেদ বাদি হয়ে লক্ষ্মীপুর আদালতে ২০১২ সালে গ্রামের শাহ আলম সহ ৯জনের বিরুদ্ধে,২০১৩ সালে ফজল হক সহ ২৮জনের বিরুদ্ধে,একই সালে শাহ আলমসহ ৩জনের বিরুদ্ধে,২০১৫ সালেসহেল সহ ৮জনের বিরুদ্ধে,২০১৭ সালে বিল্লাল হোসেন সহ ১৬জনের বিরুদ্ধে মোট ২৫টি মামলা দায়ের করে। সর্বশেষ ৮ অক্টোরব-২০২০ সালে প্রতিবন্ধি মোহাম্মদ উল্যাহ গংদের বিরুদ্ধে ২টি মামলা করে। প্রতিবন্ধির ভাই ফিরোজ আলম বলেন,লক্ষীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মিছ মামলা নং-৩০৮/২০২০ই শুনানী শেষে বিচারক ৭ অক্টোবর স্থিতিতাদেশ প্রত্যাহার করলে পরের দিন ৮ অক্টোবর আমাদের বিরুদ্ধে আরো দুটি মামলা করে। উক্ত মামলাতে মাসিমপুর মৌজা ৭৪৭ খতিয়ানে ১৯৪২ দাগে বাদি মুনছুর আহমেদ ২.৬৬ শতাংশ সম্পত্তি ক্রয় করে ৩.২৪ শতাংশ সম্পত্তিতে ৪টি পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে। এব্যাপারের বার বার যোগাযোগ করেও অভিযুক্ত মুনছুর আহমেদকে পাওয়া যায়নি। চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া বলেন,রামগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেনের অনুরোধে উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিনসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ সমাঝোতার বৈঠকে উপস্থিত হয়ে শুন্য হাতে ফিরতে হয়েছে। উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন বলেন,একজন মাওঃ ও মসজিদের খতিবের আচারন এমন হতে পারে ভাবতেই কষ্ট হয়। উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন,সাধারন মানুষদে হয়রানীকারী যতোই প্রভাবশালী হোক না কেনো,ছাড় দেওয়া হবে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।