ময়মনসিংহের গফরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার, পাগলা থানার ওসি মোহাম্মদ শাহিনূজ্জামান খান, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মশাখালী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, নিগুয়ারি ইউপি চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল রায় প্রমুখ। এবারের দুর্গাপূঁজা গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ১৬ টি পূঁজা মন্ডপের পূঁজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।