নওগাঁর পোরশায় বে-সরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের স্ট্রেনদেন্ড সিভিল সোসইটি প্রটেক্টস এ- প্রমোটস্ উইমেন রাইটস প্রজেক্ট এর উদ্যেগে উপজেলা নাগরিক জোট সদস্যদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সরাইগাছি মোড় কার্যালয় মিলানয়তনে ডাসকো ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং নেটজ্ বাংলাদেশের কারিগরি সহযোগীতায় ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি মহেন্দ্র পাহান। এ সময় সংস্থার ট্রেনিং এ- এ্যাডভোকেসি কর্মকর্তা আবুল কালাম আজাদ, ফিল্ড কর্মকর্তা ভানু রানী, ফিল্ড ফ্যাসিভিটেটর রাজিয়া খাতুন সহ নাগরিক জোট সভার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।