ঢাকা-৫ ও ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইসির উপসচিব (নির্বাচন পরিচালনার শাখা-২) আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সভাপতিত্ব করবেন। এছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, ১৭ অক্টোবর ঢাকা-৫ ও ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যান। ফলে আসনটি শূন্য হয়। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের এমপি সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসনটি শূন্য হয়। গত ১০ জুলাই তিনি মারা যান।