শেরপুরের নালিতাবাড়ীতে সোমবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) নালিতাবাড়ী সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক ফজলুর রহমান ফজলু, যুগ্ন সম্পাদক শিক্ষক যোগেন রায়, শিক্ষক মোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান আঃ সবুর, ইউনুছ আলী দেওয়ান, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, মনিরুল ইসলাম প্রমুখ। সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ সভার বক্তব্যে বলেন, ইজারা ব্যাতিত স্থান হতে অবাদে বালু উত্তোলিত হচ্ছে, প্রশাসন মোবাইল কোর্ট দিয়ে বালু উত্তোলন বন্ধের চেষ্টা করে যাচ্ছে, তারপরেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না এবং নালিতাবাড়ীতে এলজিইডি ও বিভিন্ন সংস্থা কর্তৃক উন্নয়নমূলক কাজ হচ্ছে তার মধ্যে বিগত ৫ বছর পূর্বে নির্মিত রুপাকুড়া টু বারমারী বাজার পর্যন্ত ইট বালু দিয়ে যে রাস্তা নির্মান করা হয়েছে, সেটি সে অবস্থায়ই আছে এটির কোন সীলকোর্ট করা হয়নি এবং নালিতাবাড়ী সাবরেজিষ্টার অফিসে প্রতিটি দলিল রেজিষ্ট্রি সম্পাদিত হয় কিন্তু পরবর্তীতে এই দলিল তুলতে মানুষের ৩ বছর সময় লাগে। যাতে করে মানুষ পরবর্তী জমি খারিজ কার্যক্রম গ্রহন করতে পারে না এবং জমি বিকিকিনিসহ নানাবিদ সমস্যার সৃষ্টি হচ্ছে। পৌর মেয়র আবু ব্ক্কর সিদ্দিক বলেন, নালিতাবাড়ী সদর হাসপাতাল যেখানে পুরো হাসপাতাল এড়িয়া কভারেজেএ নব নির্মিত ওয়াল তৈরি হচ্ছে সেটিতে নতুন ওয়াল নির্মান না করে পূর্বের নির্মিত ভাঙ্গা ওয়ালের উপড়ই আবারও ওয়াল তৈরি করা হচ্ছে যা অত্যন্ত ঝুকির্পূন এবং পোড়াগাওঁয়ে অবৈধভাবে সরকারী রাস্তার গাছ কাটা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক ফজলুর রহমান ফজলু বলেন, দেশে যেভাবে ধর্ষন বেড়েছে তাতে আইনশৃঙ্খলা বাহিনী ভাল ভূমিকা রাখছে। তারা সবকটিতে আটক করেছে। কিন্তু কিছু কুচক্রী মহল এই ধরনের ঘৃন্যতম কাজ সংগঠিত করে সরকার কে বেকায়দায় ফেলতে চায়। কারণ কেউ কোন ঘটনা ঘটাবে সেটি সরকারের উপড় বর্তাবে কেন ? এগিুল যারা করে সরকার তাদের দমন করে ? একজনে ঘৃন্য ঘটনা ঘটাবে আর সরকারের উপড় দোষ চাপাবে এগুলি মেনে নেওয়া হবে না। এগুলিতে অসৎ উদ্দেশ্য রয়েছে। সকল উন্নয়ন মানুষের জন্য তাই গ্রামিন উন্নয়নে হলে মানুষ সুখে থাকবে। রাস্তাঘাটসহ সকল কিছুতেই ভাল মনে কাজ করতে হবে। সভা শেষে সভাপতি এসব বিষয় নোট করেন এবং আলোচনায় আনেন।