গত ২১আগষ্ট নওগাঁ শহরের ডলফিন আবাসিক হোটেল থেকে এসএম আসাদুজ্জামান বাবু (৪০) নামে এক যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সে পত্নীতলা উপজেলার মধইল গ্রামের আবদুস ছালামের পুত্র। নিখোঁজ আসাদুজ্জামানের স্ত্রী ও সন্তান নিয়ে নওগাঁ সদরের বাঙ্গাবাড়িয়া স্লুইস গেট নামক স্থানে বসবাস করতো। এ ঘটনায় তাঁর স্ত্রী আরজিনা বেগম গত ২৬ আগস্ট নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার ডায়েরী নং-১১৩৮
থানায় প্রদত্ত ডায়েরি সূত্রে জানা গেছে, স্ত্রী আরজিনা ২১ আগস্ট বেলা ১১.০০টায় আসাদুজ্জামানকে নওগাঁ মুক্তির মোড়ে অবস্থিত হোটেল ডলফিনে রেখে সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার মধইলে যান। তিনি গ্রামের বাড়ি যাওয়ার পর থেকেই আসাদুজ্জামানের ব্যবহৃত মোবাইল সেটটি (নং-০১৭২৭০৮৯২০৯) বন্ধ পান। তিনি ২৩ আগস্ট সকাল ৮টায় হোটেলে গিয়ে জানতে পারেন ২১ আগস্ট দুপুর ২টায় আসাদুজ্জামান হোটেল ছাড়িয়া দিয়ে চলে গেছে। এরপর থেকেই আসাদুজ্জামানকে আর খুঁজে পাওয়া যায়নি।