যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় যশোর জেলার আরো ৮টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। সোমবার সকালে যবিপ্রবি থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।
এই নিয়ে যশোর জেলায় মোট ৩,৯৯০ জন করোনায় আক্রান্ত হলেন। করোনায় মারা গেছেন ৪৭ জন। আর সুস্থ হয়েছেন ৩,৬৪৯ জন।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, তাদের ল্যাবে যশোর ও নড়াইল জেলার মোট ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এদিন যশোর জেলার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮টি পজেটিভ হয়েছে। আর নড়াইলের ১৩টি নমুনা পরীক্ষা করে সবকটি নেগেটিভ পাওয়া যায়। পরীক্ষা সংক্রান্ত ফলাফল সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।