দেশব্যাপী নারী ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন, নরসিংদী জেলা শাখা।
সোমবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেট সহ দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ, নির্যাতন এবং সহিংসতার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ সময় নারী নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি সাংবাদিক নিবারণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, শিক্ষক নেতা অধ্যাপক অহিভূষণ চক্রবর্তী, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সস্পাদক মোঃ নুরুল ইসলাম, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকার, মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, শিক্ষক চিত্ত রঞ্জন সাহা, সুভাষ দত্ত, কালিপদ দাস, ঐক্য ন্যাপ শিবপুর উপজেলা শাখার সভাপতি খগেন্দ্র চন্দ্র রায়, অধ্যক্ষ ড. শফিউল আলম কাঞ্চন, নরসিংদী সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী জয়া রানী দাস, শিক্ষক নেতা আলী মোবারক সরকার, নূরে আলম, শ্রমিক নেতা জব্বার মিয়া, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন আচার্য্য, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক লাল সূত্রধর প্রমুখ।