গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রফিকুল ইসলাম তালুকদারকে সভাপতি, বাচ্চু হাওলাদারকে সহ-সভাপতি, মো: সেলিম মোল্লাকে সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম পটুকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোক্তার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় শ্রমিক লীগ কোটালীপাড়া উপজেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
সোমবার দলীয় কার্যালয়ে বসে জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বুলবুল ইসলাম এ কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন। এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রেজাউল হক শিকদার রাজুসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।