নতুন টিনের রঙিন ঘরে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তারাগঞ্জের ৩০টি ভূমিহীন পরিবার, এ সময় সমস্ত বানু(৬৫) বললেন স্বামী মারা যাওয়ার পর থেকে ভিক্ষা করে কপালে জুটেছে দুমুঠো ভাত রাত্রি যাপন করার জন্য রাস্তার ধারে পলিথিন দিয়ে চালি বানিয়েছিলাম। ইউএনও স্যার আমাকে সেখান থেকে নিয়ে এসে নতুন ঘর দেন একপর্যায়ে আবেগ ধরে রাখতে না পেরে আঞ্চলিক ভাষায় বলে ফেলেন ‘মুই নয়া ঘরের মালিক হইম স্বপ্নেও ভাবো নাই’।
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার কামারপাড়া গুচ্ছগ্রামে আজ রোববার দুপুরে সরেজমিনে গেলে সমস্ত বানু এসব কথা বলেন। সমস্ত বানুর বাড়ি উপজেলার সয়ার ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে।
তার কয়েকজন প্রতিবেশী জানান- সমস্ত বানুর দিনমজুর স্বামী সিরাজুল ইসলাম মারা যাওয়ার পর খুব কষ্ট করে রাস্তার ধারে জীবন যাপন করছিলেন তিনি। কোনো জমি না থাকায় মিস্ত্রিপাড়া রাস্তার ধারে পলিথিনের ছাউনি দিয়ে থাকতেন। সামান্য বৃষ্টি হলে পলিথিন ফুটো হয়ে পানি ঢুকত ঘরে। ঘর বানানোর কোনো সামর্থ্য ছিল না তাঁর। ঠিক তখনই যেন ফুটো পলিথিনের উপরে রঙিন টিনের সাওনি হয়ে দাঁড়ালেন ইউএনও আমিনুল ইসলাম।
তারাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আমিনুল ইসলাম ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম- ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের আওতায় সয়ারের কামারপাড়ায় নির্মাণ করা গুচ্ছগ্রামে তাঁকে একটি ঘর দেন। এখন সেই ঘরে থাকছেন তিনি। তাঁর মতো আরও ৩০টি পরিবারের ঠাঁই হয়েছে ওই গুচ্ছগ্রামে। এ ছাড়া হাড়িয়ারকুঠি ইউনিয়নে ওই মন্ত্রণালয়ের অধীনে নির্মাণ করা উজিয়াল গুচ্ছগ্রামে আশ্রয় হয়েছে আরও ৩৫টি অসহায় ভূমিহীন পরিবারের।
সয়ার ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন আজম ও হাড়িয়ারকুঠির ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন- ‘গুচ্ছগ্রাম দুটিতে আশ্রয় পাওয়া সবাই ভূমিহীন দিনমজুর, ভিক্ষুক। তাঁদের ঘর করার সামর্থ্য ছিল না। ঘর পেয়ে দরিদ্র মানুষেরা খুব খুশি। এতে সরকার, ইউএনওর পাশাপাশি আমরাও প্রশংসিত হচ্ছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মমিন বলেন- ২০১৯-২০ইং অর্থবছরের ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম-২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের অধীনে দুটি গুচ্ছগ্রামে ৬৫টি ঘর, বারান্দা, রান্নাঘর, নলকূপ ও শৌচাগার নির্মাণ করতে ব্যয় হয়েছে ৯৭ লাখ ৫০ হাজার টাকা, ২২৫ মেট্রিক টন চাল। গুচ্ছগ্রাম দুটিতে রয়েছে সৌরবিদ্যুতের সুবিধাও। বিদ্যুৎ-সংযোগেরও ব্যবস্থা করা হয়েছে।
জানতে চাইলে ইউএনও আমিনুল ইসলাম বলেন- ‘সব সময় মানবিক কাজগুলো করতে চাই। জেলা প্রশাসক আসিব আহসান স্যারের নির্দেশনা ও পরামর্শ কাজটি করতে সাহস জুগিয়েছে। গুচ্ছগ্রাম করতে সবার সহযোগিতা পেয়েছি। যাঁরা ঘর পেয়েছেন, তাঁদের মুখের হাসি আমাকে মুগ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে।