জাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুর নগরের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। (১২/১০/২০২০ সোমবার) রংপুর মহানগরীর চাউলআমোদ রোডে দলীয় কার্যালয় থেকে মহানগর জাতীয় শ্রমিক লীগ রংপুর শাখার সাধারণ সম্পাদক এমএম মজিদের নেতৃত্বে বর্ণ্যাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পন শেষে পুনরায় র্যালী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর শাখার সভাপতি রোস্তম আলী, সাধারণ সম্পাদক এমএম মজিদ, সহ-সভাপতি আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ রতন, দপ্তর সম্পাদক নাসিম আলী, কোষাধক্ষ্য শাহরিয়ার রতন বিটুল, মহিলা বিষয়ক সম্পাদক নুপুর রহমান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুকতারা, মহানগর জাতীয় মহিলা শ্রমিক লীগের সভাপতি মঞ্জুরী বেগম, সাধারণ সম্পাদক নাজনিন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আরা মিতু, লাভলী আক্তার লতা, মহানগর যুব শ্রমিক লীগের সভাপতি নুরুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, জাতীয় যুব মহিলা লীগের সভাপতি মদিনা খানম, সাধারণ সম্পাদক মোখাল্লা জিন্নাহার মুন্নি প্রমুখ।