কচুয়ায় এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার । পুলিশ জানায় যে, গতকাল রবিবার বিকালে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের মৃত সোবাহান আলী সেখের পুত্র সোহেল সেখ(৩০)কে বাধাল বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্য মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই অহিদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে ।পুলিশ জানায়, সে চট্রোগ্রাম থেকে বলেশ^র গাড়ীতে করে এসে বাধাল বাজার নামার পর তার ব্যাগ সার্জ করে তার ব্যাগের পকেটে ২৫পিচ ইয়াবা পাওয়া যায়। পরে ¡ এসআই অহিদুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেন।