পুলিশ সুপার বাগেরহাট পঙ্কজ চন্দ্র রায় এর নির্দেশে কচুয়া থানার বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রবিবার বিকালে কচুয়া উপজেলার ১নং ইউনিয়ন গজলিয়ার গজালিয়া বাজারে,আলীপুর বাজার, মাদারতলা বাজারে,২নং ইউনিয়ন ধোপাখালীর মাধপকাঠি বাজারে ,শিয়ালকাঠি বাজারে এবং ৩নং ইউনিয়ন মঘিয়ার সোনাকুর, চরসোনাকুর গ্রামের বটতলায় ও ছোট আন্ধার মানিক এবং বড় আন্ধারমানিক এলাকার বাজার ও স্কুল মাঠে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা ও মাদক, জুয়া ,ধর্ষনের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে আলোচনা সভায় বক্তৃতা করেন কচুয়া থানার অফিসার ইনচার্য মোঃ মনিরুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্য(তদন্ত) সরদার ইকবাল হোসেন,গজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, ধোপাখালি ইউনিয়ন চেয়ারম্যান সেখ মকবুল হোসেন,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ পঙ্কজ কান্তি অীধকারী সহ বিশিস্ট মুক্তিযোদ্ধা,সকল পূজা কমিটির সভাপতি সম্পাদক, সকল ইউনিয়নের ইউপি সদস্য সদস্যা এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।