বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ঘোষগাতী যুব সংঘের আয়োজনে ৪ দলিয় ফুটবল টুর্ণামেন্ট ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় ঘোষগাতী প্রাথমিক বালিকা বিদ্যালয় মাঠে উৎসবমূখর পরিবেশে ওই টুর্ণামেন্ট ও সমাপনী অনুষ্ঠিত হয়।
ওই টুর্ণামেন্টে মোল্লাহাট, ফকিরহাট,তেরখাদা ও নড়াগাতী ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এতে মোট ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে ফকিরহাট একাদশ ও নড়াগাতী ফুটবল একাদশের মধ্যে লড়াই হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারের মধ্যেমে ফকিরহাট একাদশ ৪-৩ গোলে নড়াগাতী একাদশকে পরাজিত করে। বিজয়ী দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানাসআপ দলকে একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
টুর্ণামেন্টের ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আশিকুল আলম তন্ময়।
কুলিয়া ইউপি চেয়ারম্যান বাবলু মোল্লার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান রুহল, আওয়ামী লীগ নেতা হেদায়েত শেখ, সাংগঠনিক সম্পাদক শিকদার শরীফুজ্জামান শরীফ, প্রেসক্লাব মোল্লাহাটের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।
খেলা পরিচালনা করেন মাহাবুবুর রহমান, সহযোগীতায় ছিলেন মুক্তার হোসেন মিঠু, ও শেখ জসিম উদ্দিন।