নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৮টি পরিবারের সর্বস্ব। ৯ অক্টোবর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলি বালিকান্ত গ্রামে। অগ্নিকাণ্ডে ওই পরিবারগুলোর সর্বস্ব পুড়ে যায়। নীলফামারী ইপিজেডের ফায়ার সার্ভিষ এবং সৈয়দপুর ফায়ার সার্ভিস এর কর্মীরা এসে প্রায় ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুনে পুড়ে যায় সুবাস,সজেল,অধীর,জগন্নাত,গৌতম,বিধান,শম্ভু,গোপাল,অমল,সনজিত,রনজিত,সুরজিত, ব্রোজমোহন,বিমল,শান্তি বালা,রতন,ডালিম ও মেনেকার বসতবাড়ি। বেশ কয়েকজনের ঘরে রাখা প্রায় ৪ লাখ টাকা পুরে গেছে আগুনে এমন দাবি করেন তারা। বর্তমানে ওই পরিবারগুলো অনেকটা খোলা আকাশের নিচে রয়েছে। অগ্নিকাণ্ড স্থান পরদিন পরিদর্শন করেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এদিকে পরিদর্শনে আসেন পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল গফুর সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, জাতীয় পার্টি সৈয়দপুর পৌরশাখার আহ্বায়ক আলহাজ্ব জয়নাল আবেদীন। ১১ অক্টোবর ওই পরিবারগুলোকে শাড়ী, লুঙ্গি এবং কম্বল সহায়তা দেন জাতীয় পার্টি সৈয়দপুর পৌর শাখার আহ্বায়ক আলহাজ্ব জয়নাল আবেদীন। এ সময় তিনি বলেন অন্যান্য দুর্ঘটনা ঘটলে কোন না কোন রক্ষা হয় কিন্তু আগুন লাগলে কোন কিছুই থাকে না।