চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে ধর্ষণ বিরোধী র্যালী ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জাগ্রত তরুণ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ গেট থেকে বের হওয়ায় র্যালীটি রহনপুর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা প্রেস ক্লাবের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোকসেদুল হাসান সাগর, সদস্য সচিব আজিজুল হক, প্রচার সম্পাদক ফজলে এলাহিসহ অন্য সদস্যরা।