নরসিংদীর শিবপুর থেকে পিস্তলসহ মোহাম্মদ আলী (২৫) ও বশির সরকার (২০) নামে দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বিকেলে তাদের শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকা থেকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা শাখার পরিদশর্ক রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকায় একটি অটোরিক্সা গ্যারেজে অভিযান চালায়। এ সময় জনৈক আসাদ মিয়ার গ্যারেজের ভিতর হতে মোহাম্মদ আলী ও মোঃ বশির সরকারকে গ্রেফতার করে এবং তাদের দখল থেকে একটি সচল পিস্তল ও মেগজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলী শিবপুর উপজেলার রংপুর গ্রামের শহিদ উল্রাহর ছেলে এবং মো: বশির সরকার একই উপজেলার জয়মঙ্গল গ্রামের আঃ হকের ছেলে বলে পুলিশ জানায়।