বাগেরহাটের ফকিরহাটে লখপুরে ইউনিয়নে জাড়িয়া মাইটকুমড়া গ্রামে বিষ্ণু পদ কুন্ড এর বাড়িতে ভাড়া থাকা এক এনজিওর কর্মীকে গতকাল রাত ২ টার দিকে ৪ জন মিলে গনধর্ষন করে মোবাইলে সেই ভিডিও ধারণ করে আসামীরা।আসামীরা হলেন জাড়িয়া মাইটকুমড়া গ্রামের শের আালী শেখের পুত্র মোঃ মামুন শেখ (৩০),সিরাজ নিকারীর পুত্র ফিরোজ নিকারী (২৯),রাজু (২৫),ছোট খাজুরা গ্রামের মূসা (২৯)। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের হয়েছে এবং একজন আসামীকে আাটক করতে সক্ষম হয়েছে।