আজ জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগ। কর্মসূচীর মধ্যে সকাল ৭ টায় নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্প মাল্য প্রদান, সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচীতে রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগের সকল সদস্যদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবদুস সালাম সরকার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।