নারী নির্যাতন ও ধর্ষকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং সকল ধর্ষককে আইনের আওতায় এনে কার্যকর বিচার প্রয়োগের দাবীতে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগ।
জেলা মহিলালীগঃ রোববার সকালে নগরীর কাছারি বাজার এলাকায় রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরতুজা মনসুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতির সঞ্চালনে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লতিফা শওকত, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবু তালহা মোঃ বিপ্লব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মনি, রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য পারভীন আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক শাহাজাদী বেগম, রংপুর সদর উপজেলা মহিলালীগের সভাপতি আরজিনা বেগম, গংগাচড়া উপজেলা মহিলালীগের সভাপতি নিলুফা ইয়াসমিন, কাউনিয়া উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক সামসুন্নাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নারী নির্যাতন ও ধর্ষকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সকল ধর্ষককে আইনের আওতায় এনে যথাযথ আইন প্রয়োগের দাবী জানান।
মহানগর মহিলালীগঃ নগরীর বঙ্গবন্ধু চত্বরে রোববার সকালে রংপুর মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, প্রধান বক্তা ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। রংপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমত আরা বর্ণার সঞ্চালনে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, রংপুর মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান আহমেদ মানিক তৌহিদুল ইসলাম, আবদুর রউফ, শহিদুল ইসলাম, রংপুর মহানগর মহিলালীগের সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা বেগম মলি, সহ-সভাপতি মাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক সানজিস আরা, ৪ নং ওয়ার্ড মহিলালীগের সভাপতি মাসুদা পারভীন, ৯ নং ওয়ার্ড মহিলালীগের সভাপতি মিতু রানী, ২০ নং ওয়ার্ডের সাধারন স¤পাদক আঞ্জুম আরা, ২৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মরিয়ম বেগমসহ সংহতি প্রকাশ করেন রংপুর মহানগর যুব মহিলালীগের পক্ষে যুগ্ম আহ্বায়ক অনিতা মোহন্ত। মানববন্ধন থেকে ধর্ষকের মৃত্যুদন্ড এবং ধর্ষিতা নারীর পুনর্বাসন করার দাবী জানানো হয়।