দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শরীয়তপুর জেলা ইসলামী ছাত্র মসলিস। বরিবার (১১ অক্টোবর ২০২০) সকালে শরীয়তপুর শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। জেলা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হুরায়রা শুভ’র সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাও. শাব্বীর আহমদ উসমানী। প্রধান বক্তা ছিলেন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাও. মাহাদি হাসান সিরাজী। বক্তব্য রাখেন, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফেজ দবির হাসেন শেখ, সদর উপজেলার সভাপতি মাও. শহিদুল ইসলাম, ডামুড্যা উপজেলার সভাপতি মাও. জহিরুল ইসলাম, মুফতি রফিকুল ইসলাম, মুফতি জামাল উদ্দিন প্রমূখ।
এসময় বক্তরা সকল ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।