রংপুরের গঙ্গাচড়ায় গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় আগুনে বাড়ি, গরু, নগদ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা গ্রামে।
এলাকাবাসী জানায়, কুড়িবিশ্বি জোককামরী এলাকার মৃত নুরুল হকের পুত্র শফিকুল ও মানিক মিয়া একই সাথে বসবাস করে আসছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে বাড়িতে আগুনের সুত্রপাত হতে পারে বলে এলাকাবাসী ধারনা। বাড়িতে আগুন লাগানোর সময় কেহ ছিলনা। ফলে দ্রুত আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে যায় এবং শফিকুল ও মানিকের বসবাসরত ৪টি টিনের ঘরসহ পালিত গাভী ১টি, শফিকুলের জমানো ১ লক্ষ টাকা ও তাদের খাবারের চাল, ধান ও বিভিন্ন আসবাবপত্র এবং পড়নের কাপড় পুড়ে ছাই হয়ে যায়। শফিকুল ও মানিক জানান, তাদের দু-ভাইয়ের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ দু-পরিবারকে চাল,ডাল শাড়ি, লুঙ্গি, কম্বলসহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।