ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, এসএসসি-১৬ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন 'অক্রিজেন', চিত্তে-১৬, গফরগাঁও উলামা সমিতি, গফরগাঁও উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং গফরগাঁও উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার ছাত্রলীগ ব্যানারে গত এক সপ্তাহে এসব মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করে।
বুধবার (৭ অক্টোবর) মানববন্ধন ও সমাবেশ করেছে গফরগাঁও উপজেলার সাধারণ শিক্ষার্থীরা। গফরগাঁও প্রেসক্লাবের সামনে সড়কে সকাল সাড়ে নয়টায় উপজেলার এসএসসি-১৬ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন 'অক্রিজেন ' ও চিত্তে-১৬ এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, 'অক্রিজেন' সংগঠনের সভাপতি মোজাহিদ অনিক, মীর আবির হাছান রাফি, রাউফুল ইসলাম, তাহমিদা মোরশেদ ঐশী, তামান্না বিনতে হাফিজ ও মারিয়াম ইলমা প্রমূখ।
বুধবার (৭ অক্টোবর) বিকালে গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গফরগাঁও উপজেলা শাখা বাংলাদেশে খেলাফত যুব মজলিস। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে উপজেলা খেলাফত যুব মজলিসের নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন আসাদী, মাওলানা এমদাদুল হকসহ দলীয় নেতৃবৃন্দ প্রমূখ।
অপরদিকে বিকেলে স্থানীয় রেরওয়ে ষ্টেশন সংলগ্ন গফরগাঁও উলামা সমিতি কার্যালয় সামনে উলামা সমিতির ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মোঃ নূরুল ইসলাম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সামনে সড়কে মানববন্ধন করেছে গফরগাঁও উপজেলার কয়েক'শ সাধারণ শিক্ষার্থীরা। সকাল ১১টায় থেকে ১২ টায় পর্যন্ত ঘন্টাব্যাপি এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক'শ শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী কামরান তানভীর, মৃদুল, শাকিব, জাফর, রিফাত, তানিশা, সোনিয়া, রিংকি, সিনথিয়া, সাদিয়াসহ আরো অনেকেই প্রমূখ।
শুক্রবার (৯ অক্টোবর) মানববন্ধন করেছে গফরগাঁও উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রলীগ। গফরগাঁও প্রেসক্লাবের সামনে সড়কে সকাল দশটায় উপজেলা ছাত্রলীগ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল, পৌর ছাত্রলীগ সভাপতি সাকিব মাহমুদ সিয়াম, সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন তানভীর, গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ যুগ্ন-আহবায়ক সাব্বির হাসান রিয়াদ ও সীমান্ত প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ ও আলেম সমাজ বর্তমান সরকারের কাছে ধর্ষণের সাথে জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদন্ড দাবী জানান।