নেত্রকোনার দুর্গাপুরে একজন দানবীরের দানকার্যক্রম রয়েছে অব্যাহত। সম্প্রতি নদীভাঙ্গনে বাড়ীঘর বিলীন হয়েযাওয়া উপজেলার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের পশ্চিম অংশের ক্ষতিগ্রস্থ ১৮টি পরিবারের মাঝে প্রত্যেক’কে দুই বান্ডেল ১০ ফুট মাপের উন্নতমানের ঢেউটিন সাহায্য প্রদান করা হয়েছে।
১১ অক্টোবর রোববার দুপুরে তেরীবাজারস্থ তার ব্যবসায়ী কার্যালয়ের সামনে এই সাহায্য প্রদান করেণ। সাহায্য প্রদানকারী ব্যক্তিটি হলো এই অঞ্চলের অতিপরিচিত সাধারণ থেকে বিশিষ্ট ব্যবসায়ী সদা-হাস্যজ্জল নম্র মেজাজের বীর মুক্তিযোদ্ধা,শহীদ ও প্রাক্তন জনপ্রতিনিধি পরিবারের সন্তান, সমাজ সেবক, মানবতার নিবেদীত প্রাণ মোঃ আলা উদ্দিন আলাল। কথা আছেনা ? ‘‘কেউ ফিরেণা খালি হাতে খাজা বাবার দরবার থেকে” ঠিক তেমন ভুমিকার ব্যক্তিটিই ছচ্ছে এই দানবীর মোঃ আলা উদ্দিন আলাল। তিনি বলেন মহান আল্লাহ্তাআলা দিয়েছেন আমাকে, আমি দিয়েদিব মসজিদ,মাদ্রাসা,এতিমখানা,্মন্দির,গির্জা,দুর্গাপুঁজা,পঙ্গু,প্রতিবন্ধী,গরীব ও অসহায় মানুষ যারা অর্থের অভাবে মেয়ে বিয়ে দিতে পারছেনা বা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা ঠিক সে-সব মানুষকে। তিনি বিগত সাত বছর যাবৎ অব্যাহত রেখেছেন এই দানকার্যক্রম। আগত দুর্গাপুঁজাতেও ভাল অংকের টাকা অনুদান বা সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন তিনি।