দেশ ব্যাপী নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনায় দায়ীদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে রংপুরের পীরগাছায় মানববন্ধন করেছে বে-সরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগ। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম, নাগরিক উদ্যোগের এরিয়া কর্মকর্তা শ্যামল মোহন্ত, উপজেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান লাঞ্চু, সাধারন সম্পাদক কামরুন্নাহার শিউলি, ইউপি সদস্যা মর্জিনা বেগম, পারুল ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক শাহনাজ পারভিন, জালাল উদ্দিন, মোস্তাফিজার রহমান মুকুল প্রমুখ। এ সময় বক্তাগণ, নারী ধর্ষন, নারীর প্রতি সহিংসতা রোধে দ্রুত কাংকর আইন প্রণয়নের দাবি জানান এবং দ্রুত বিচার করে শাস্তির আহবান জানান।