চন্দনাইশে রোববার সকালে নোয়াখালী জেলার বেগম গঞ্জে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতন সহ দেশবাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ব্র্যাক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্র্যাক পল্লী সমাজ। ব্র্যাক ম্যানেজার (দাবি)মো: আবদুল মন্নানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,আইন সহায়ক উপজেলা ম্যানেজার রশিদা খাতুন মেঘলা,ব্র্যাক শিক্ষা কর্মসূচি সংগঠক ডলি প্রু মার্মা, মো: নজরুল ইসলাম ,মীর মোজাহেরুল হক ও রাজিয়া খাতুন প্রমুখ।