জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের তিনমাস মেয়াদি মোটর ড্রাইভিং ট্রেনিংয়ে উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রংপুর মহ্নগরীর মডার্ন মোড়ে বিথী ড্রাইভিং ট্রেনিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোবারক হোসেন, সিডিসি টাউন ফেডারেশনের সি.ও আসাদুজ্জামান, ক্যাশিয়ার জোসনা বেগম,বিথী ড্রাইভিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন, রংপুর মহানগর উন্নয়ন ফোরামের সভাপতি রফিকুল আলম, সহ-সভাপতি রাসেল রুকুন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও যক্ষা নিরোধ কমিটির চেয়ারম্যান নবীউল্লাহ পান্নাসহ প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষক-প্রশিক্ষনার্থী।
এসময় বক্তারা বলেন, কিছুদিন আগে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যানে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় প্রমাণ করে শুধু গাড়ি চালাতে পারলেই চালক হওয়া যায়না বরং একজন আদর্শ চালক হতে গেলে অনেক গুনাবলী থাকা জরুরি।
প্রকল্পের টাউন ম্যানেজার মোবারক হোসেন বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় এ প্রকল্পে প্রান্তিক মানুষরা ড্রাইভিং শিখে আত্মনিভরশীল হতে পারছে। প্রান্তিক জনগোষ্ঠীর বেকারত্ব সমস্যায় এ প্রকল্প অগ্রনী ভূমিকা পালন করছে বলে জানান তিনি।