রংপুর, ১০ অক্টোবর ২০২০: মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মাদক, দুর্নীতি এবং ধর্ষন ও নারী নিপীড়র বন্ধের শপথ নিলো রংপুরের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক সংগঠন বাংলার চোখ। ১৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই শপথ নেয় সংগঠনটির কর্মীরা।
শনিবার দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সংগঠনটির প্রতিষ্ঠাতা তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, রংপুর সরকারি কলেজের অধ্রক্ষ প্রফেসর মোশারফ হোসেন, বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহআলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল আল আমিন, সংস্কৃতিক সংগঠক নুরুল হক মুন্না, দেলোয়ার হোসেন নুরী, নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক সুলতানুল আলম বাবলু, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক দুলাল মিয়া, সদস্য সচিব ওমর ফারুক প্রমুখ। এর আগে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র।
অনুষ্ঠানে এ সময় রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজনকে বিশেষ সম্মামনা দেয়া হয়। তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন মেয়রসহ অতিথিরা। রংপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। তারা বাংলার চোখের অগ্রযাত্রায় প্রশংসা করেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি তানবীর হোসেন আশরাফী মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠনির মাধ্যমে যুব সমাজকে সুপথে আনার ঘোষণা দিয়ে সংঠনের কর্মীদের মাদক, দুর্ণীতি, সন্ত্রাস, ধর্ষন ও নারী নিপীড়ন বন্ধের শপথ করান।