বয়স পূর্ণ হওয়ায় কচুয়া শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান কলেজের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।গতকাল শনিবার দুপুর ১টায় অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বাগেরহাট মোঃ মামুনুর রশীদ। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কচুয়া শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের সভাপতি সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বাগেরহাট পঙ্কজ চন্দ্র রায়, পরিচালক হেলপ এনজিও ও সাবেক সংসদ সদস্য পতœী ফরিদা আক্তার বানু, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম,্উপজেলা ভাইস চেয়ারম্যান বাগেরহাট সদর খান রেজাউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কচুয়া শিকদার ফিরোজ আহম্মেদ জেলা পরিষদ সদস্য ও যুবলীগ আহবায়ক সেখ মনিরুজ্জামন ঝুমুর,অফিসার ইন চার্য কচুয়া থানা মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কচুয়া শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারি অধ্যাপক আশুতোষ কুমার হালদার,প্রভাষক সুযশ কান্তি মন্ডল,অভিভাবক সাবেক শিক্ষক সমীর বরন পাইক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইন চার্য কচুয়া থানা (তদন্ত) সরদার ইকবাল হোসেন, সহকারি অধ্যাপক শিকদার কামরুল হাসান কচি,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ পঙ্কজ কান্তি অধিকারী, বৃষ্টিপুর ইউনিয়ন চেয়ারম্যান শংকর চক্রবর্তী, গোটাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শমশের আলী, মঘিয়া ইউনিয়ন আওামীলীগের সভাপতি সেখ সোহরাব হোসেন,সাধারন সম্পাদক এ্যাডঃ দীলিপ মল্লিক সহ কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ।
সবশেষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদীমা রিজিয়া নাসেরের আশুরোগ মুক্তি কামনা করে অত্র কলেজের উদ্যোগে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।