জামালপুরের বকশীগঞ্জে স্বামীর সহায়তায় স্ত্রীকে ধর্ষণসহ সারাদেশে চলমান নারী নির্যাতন,নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে “বকশীগঞ্জ-কামালপুর মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
আর নয় ধর্ষণ, ডাইরেক্ট অ্যাকশন। ধর্ষকের উল্লাস,ধর্ষিতার কান্না মেনে নেবো আর না, এমন নানা স্লোগান লেখা সংবলিত প্লেকার্ড হাতে মানববন্ধন করে সর্বস্তরের জনগন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব, তাতীলীগের আহ্বায়ক এম.ডি রাকিব বিল্লাহ রাকিব,আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাজমুস সাকিব,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার হোসেন স্বপ্ন ও এনামুল হাসান প্রমূখ।