নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারের সুবিধা গ্রহণকারীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গনেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়েনুজ্জামান শিউল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল মাহমুদ বুলেট প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ জুলাই মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২০ অক্টোবর এ উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।